পাকিস্তানের নির্বাচন ও সাংবাদিক হামিদ মীর


পাকিস্তানের নির্বাচন ও সাংবাদিক হামিদ মীর
গৌতম দাস
২৮ জানুয়ারি ২০২৪
https://wp.me/p1sCvy-5kJ

 

                    Pakistan’s Elections Will Be ‘Selections’; Nawaz Sharif Will Be ‘Imposed’ as PM: Hamid Mir

 

হামিদ মীর [Hamid Mir]।

পাকিস্তান এর সাংবাদিক। কেরিয়ার শুরু করেছিলেন প্রিন্ট পত্রিকার সাংবাদিক হিসাবে। সবাই যেমন হয়, তেমনই। আলাদা করে মনে রাখার মত তাঁর কিছু তখন ছিল না। কিন্তু উঠে আসেন প্রধানত তিনটা ঘটনায়।   ১. ওয়ার অন টেররের আমলের এক কথিত “লিবারেল সাংবাদিক পরিচয়” বানিয়ে নিবার সুযোগে উত্থিত। ২। লা-দে-নের সাক্ষাতকার নিয়েছিলেন বলা হয় সেকালে। ৩। পাকিস্তান প্রেসিডেন্ট জেনারেল মোশাররফ এর প্রায় নয় বছরের আমলের মাঝামাঝিতে যখন পাকিস্তানের মিডিয়া – একটা তুলনামূলক কিছু খবর ছাপতে দেয় এই অর্থে লিবারেল মিডিয়া করে দেওয়ার শখ জেগেছিল প্রেসিডেন্ট বুশের।

একই পারস্য উপসাগরে মাঝের ইরানের দুদিকে  দুবাই আর পাকিস্তান; যাদের এরিয়াল মানে বাণিজ্যিক বিমানে যাতায়াতের দুরত্ব বা ফ্লাইয়িং টাইম মাত্র দুঘন্টার। যেন একই ভারতের পুব থেকে পশ্চিমে (মুম্বাই-কলকাতা) যাবার বিমান ভ্রমণ দুরত্ব। অনেক প্রবাসী পাকিস্তানি দুবাইয়ে চাকরি করেন। এমনিতেই দুবাইয়ের ক্ষমতার করিডোরে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের প্রবেশাধিকার নানা কারণে বেশী। ওদিকে মোশাররফ এরও বুশের পরামর্শ / নির্দেশ মানবার বাধ্যবাধকতা আছে। তাই তিনি এক আজিব ব্যবস্থা খাড়া করলেন। সেটা টিভি মিডিয়ায় তুলনামূলক এক মুক্ত আবহ। লিগালি টিভি খোলা হয় দুবাইয়ের কোম্পানি হিসাবে, সেখান থেকে প্রচারিতও। কিন্তু টার্গেট পাকিস্তানের আম-জনতা আর এটা ফ্রি মানে বাংলাদেশের স্থানীয় টিভি যেমন বাংলাদেশিরা ব্যবহার করে।
আর মূল প্রোগ্রাম স্টুডিও কোথায় হবে? শুরুতে তা থেকে গেছিল দুবাইয়েই। পরে সাক্ষাতকার নেয়া, বা রিপোর্টিং সংগ্রহ করতে গিয়ে তা খোদ পাকিস্তানের মূল মূল শহরে কিন্তু বিদেশি টিভি হিসাবে এর আবির্ভাব ঘটেছিল। এভাবেই চালু হয়েছিল GEO TV।  [ARY টিভি গ্রুপ এটাও তেমনই একগুচ্ছ টিভি পরিচালনা করে থাকে ] আর জিও টিভির প্রধান কর্তা হিসাবে মানুষ চিনতে শুরু করেছিল হামিদ মীরকে। এই টিভির লিবারেলিজম বা উদারতা এমনই যে, যতটুকু মনে পরে সম্ভবত ২০০৫ সালের ১৬ ডিসেম্বর আমি বাসায় আফ্রিকায় আমার পাকিস্তানি কলিগদের সাথে বসে বাংলাদেশ নিয়ে টিভিতে আলোচনা দেখছি। আর সেখানে বাংলাদেশের ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবই সম্ভবত আলোচনার প্যানেলে। জিও টিভি গ্লোবাল ব্রডকাস্টেড টিভি চ্যানেল ছিল তাই আফ্রিকাতে বসেই তা দেখা যেত।

হামিদ মীর বাংলাদেশেও ঘুরে গিয়েছেন। ওয়ার অন টেররের রমরমা কালে। কিন্তু এই হামিদ মীর ক্রমশ আমেরিকান মুখপাত্র হয়ে উঠতে থাকলেন। বিশেষ করে এই ডোনাল্ড ল্যু এর যুগে এসে, সবচেয়ে আগ্রাসী ভাবে।
ইমরানকে যখন বাইডেনের আমেরিকার ডোনাল্ড ল্যু উতখাত করতেছেন তখন ব্যাপারটা ইতিবাচকভাবে উপস্থাপন করার প্রধান সংবাদদাতা হয়ে উঠেছিলেন এই হামিদ মীর। প্রথম আলো পাকিস্তানের যে মিডিয়ার খবর সবচেয়ে বেশী করে কোট করে তুলে আনত তা ছিল হামিদ মীরের রিপোর্ট।  কারণ সেগুলো হত প্রো-আমেরিকান করে সাজানো।

আর এখন?
মানে আগামি মাসে দিন দশকের মধ্যে পাকিস্তানে (ডোনাল্ড ল্যু এর) সাধারণ নির্বাচন আটই ফেব্রুয়ারি ২০২৪।
এদিকে হামিদ মীর পুরান অভ্যাস পরিচয়ে উদার সাংবাদিক; সৎ কথা নাকি বলতে পারেন। আর ভারতের THE WIRE ওয়েব পত্রিকাটা তুলনায় মোদির আমলে যেখানে সব পত্রিকাই মোদির কাছে ভিক্ষার পাত্র বাড়িয়ে দাড়ায় থাকার যুগ পার করছে সেখানে এই মিডিয়া এখনও সেসব লোভ বা ধান্দায় নাই। যদিও উগ্র জাতিবাদী কথিত জাতিস্বার্থের ধারণার বাইরে নয় এই মিডিয়া।  ওয়ারের করণ থাপর [Karan Thapar] হামিদ মীরের এক ভিডিও সাক্ষাতকার নিয়েছেন। এর ভিতর কি আছে তা শিরোনামেই প্রকাশিত প্রতীকিভাবে। শিরোনামটা বাংলা অনুবাদ করলে তা হয়ঃ  “পাকিস্তানের (আসন্ন) নির্বাচনে  আগাম বেছে রাখা এক “সিলেকশন” হতে যাচ্ছে; নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে নিয়ে তা চাপিয়ে দেয়া হবে” – হামিদ মীর। 

 Pakistan’s Elections Will Be ‘Selections’; Nawaz Sharif Will Be ‘Imposed’ as PM: Hamid Mir

তাহলে এটা কি দাঁড়ালো?
দাড়ালো যে তাহলে ইমরানের উতখাতের সময় থেকে এত খুশি ছিলেন কেন হামিদ মীর! সেসব এখন বিব্রতকর প্রশ্ন!!
তবে এখন এটা পরিস্কার যে এককালে পাকিস্তানের আদালতে প্রমাণিত চোর এই নওয়াজ শরীফ এর গায়ের পচা দুর্গন্ধও ল্যু এর কাছে খুবই ভাল সুগন্ধ লাগছে!  বাইডেন-ল্যু এটাকেই তাদের বিরাট অর্জন বিজয় মনে করছেন! এটাই তাদের সম্ভবত এক মাত্র চীনবিরোধী বিজয়! ঙ্ন্তুকি হামিদ মীর জানেন এই লাশের ভার কত ওজনের! তাই তিনি আগে ভাগেই হাত ধুঁয়ে ফেলে আমাদের জানালেন যে আর এর দায় তিনি নিতে চান না!

আর পাকিস্তানের বেলায় এই ডোনাল্ড ল্যু আর আমাদের বাংলাদেশের বেলায় ল্যু – এদুটা কি একই ব্যক্তি?
হা সন্দেহতীতভাবে একই ব্যক্তি!  আর আমাদের মধ্যে একমাত্র সুজন ব্যক্তিরাই তা বুঝিয়ে আমাদেরকে বলতে পারবে!

 

সর্বশেষ আপডেটঃ   জানুয়ারি   ২০২৪,

গৌতম দাস
রাজনৈতিক বিশ্লেষক
goutamdas1958@hotmail.com

 

 

 

 

Leave a comment