আমি কী কমিউনিস্ট?


আমি কী কমিউনিস্ট?
৮ ডিসেম্বর ২০২৪ [ফেবু-তে পাবলিশ]
এখানে তুলেছি ১৬ ডিসেম্বর ২০২৪
গৌতম দাস
https://wp.me/p1sCvy-626

 

Faruk Sobhan
4 days agoShared with Public

Public

আমি কী কমিউনিস্ট?

All reactions:
Shoriful Islam Shanto, Tanvir Rahman and 143 others
47 comments

Faruk Sobhan

২। আমি বহুবার লিখিত ঘোষণা দিয়ে বলেছি – আমি কমিউনিস্ট নই। বরং আমাকে বড় জোর “কমিউনিস্ট ক্রিটিক” বা পর্যালোচক ডাকা যেতে পারে। (তা না ডাকলেও আমার অসুবিধা নাই) তবে আমার লেখা বইয়েও সেকথা আছে। সেখানে বলেছি খোদ কার্ল মার্কসের লেখা না পরে যারা সেকেন্ডারি (স্তালিনের) বই পড়েছে মানে খোদ স্তালিন যেভাবে এমন মার্কসবাদী হয়েছেন – এখান থেকে কমিউনিস্ট না হতে, সাবধান হতে বলেছিলাম। কিন্তু কোন লাভ হয় নাই।
৩। আমার বুয়েটের ক্লাসমেট দের সবাইকে এড়িয়ে চলতে চলতে এখন তো ফোনও ধরি না। কারণ ২০২১-২৩ সাল ছিল আমাদের ব্যচের সকলেরই সচিব, রাষ্ট্রদুত এমডি, প্রকল্প পরিচালক, কনসালটেন্ট ইত্যাদি হওয়া শেষে রিটায়ার্ডে যাবার কাল। ফলে চোখ বুঝে তারা সব ন্যাংটা হয়ে হাসিনার পা চাটতে শুরু করেছিল। অবসরের আগে যা খেয়ে নেয়া যায় এর মচ্ছব! ফলে তারা তাদের সভায় আড্ডায় আম্মাকে ডাকে নাই বা বাম-হাতে ফুল দিবার মত করে ডেকেছে আর আমিও তাই দাওয়াত পেলেও হয়ত এভয়েড করেছি। এখন হাসিনা খতম ফলে বিপদে পড়ে সবাই ছুটছে আমার কাছে – গৌতম, এখন আমাদের কী হবে বল? তাই আমি এখন একেবারেই তাদের কল এভয়েড করি!
৪। গত পরশু এমনই এক (হিন্দু) ক্লাসমেট (ডাকনামটা অন্যের কাছাকাছি বলে খেয়াল না করে ধরে ফেলেছি) যে আবার ভারতকে দেয়া এক করিডোর প্রকল্পে জড়িত! এদিকে প্রকল্প তো এখন বন্ধ। কথা কিছুক্ষণ চলার পরে সে আমাকে “চীনের দালাল” বলায় ফোন রাখতে হল।
৫। এই শতকের শুরু থেকেই আমার ঘনিষ্ট একটু ছোট ভাইয়ের মত, আমার বাসায়ই থাকত ইত্যাদি সেও প্রপাগান্ডা করে যে আমি নাকি চীনের দালাল বা চীনপন্থি। অথচ আমিই সেই লোক যে বাংলাদেশে সবাইকে বলেছি – পন্থি দিয়ে রাজনীতি ব্যাখ্যার দিন গত হয়েছে; সেই ১৯৯১-২ সাল থেকে।
সবার আগে আদর্শ বা ইডিওলজি দিয়ে চিন্তার ক্যাম্প কল্পনা করে নিয়ে এবার যার যার আদর্শিক ক্যাম্পে বসা – তাতেও তেমন বড় সমস্যা না হয়ত। কিন্তু চিন্তা কী; আর চিন্তা কে স্বাধীন খোলা না রেখে কথিত আদর্শ দিয়ে আগেই হাত-পা বেধে দিয়ে এবার চিন্তা করতে গেলে সেটা তো “আদর্শভিত্তিক” ভাড়াটে চিন্তাই হবে! কিন্তু তা আর কেউ বুঝতেই চায় না।
৬। এটা হল, চিন্তা যখন জানে না কী করে চিন্তা করতে হয়। চিন্তা অসচেতন, শিখে নাই আনাড়ি এই অবস্থার চিন্তা এগুলা। চিন্তা জানেই না যে সে চিন্তা… বা আসলে চিন্তা কী জিনিষ!!!
৭। বর্তমান চীনের চিন্তা বা পার্টির সমস্যা কী, – তা নিয়ে যে ক্রিটিক পর্যালোচক লেখা আমি লিখেছি তাও এরা কেউ পড়ে নাই অথবা পড়ে বুঝে নাই। এরই প্রমাণ হল আমাকে এদের চিনপন্থি ট্যাগ দেয়া!
৮। আজ সকালে দেরিতে উঠে ফেবু একাউন্টের নষ্টামি দেখে মেজাজ ভাল নাই। এর মধ্যে আবার আমাকে কমিউনিস্ট বলে খোঁচা – সকাল টাই খারাপ করে দিয়েছে।
গালি দেন অসুবিধা নাই; কিন্তু কমিউনিস্ট বা চীনপন্থি বলার দরকার কী???
  • Like

     

  • Reply
  • Edited
23
Faruk Sobhan কে কি বলে বলুক আপনি আপনার কাজ চালায় যান। মানুষ সমালোচনা করে তার মানে আপনি ভালো কাজ করতেসেন। যেহেতু আপনি আগে জাসদ করতেন তাই আপনাকে কমিউনিস্ট বলে
Author

Faruk Sobhan
Asaduzzaman Tareq এখানেও একটা মারাত্মক ভুল আছে। অযথা জাসদ নিয়ে এই কচকচানি অনেকেই করে আমাকে খোঁচানোর জন্য।

আমার জীবন এক খোলা কিতাবের মত!
আমি জাসদ করেছি মাত্র দুবছর তবে সেটা অবিভক্ত জাসদ; মানে প্রথম বাসদ (জামান-মান্নাদের) হবার আগে ১৯৮১ সালে বুয়েটের শেষ সংসদ (ইউকসু) নির্বাচন পর্যন্ত। মানে ১৯৮২ সালে ফেব্রুয়ারিতে এরশাদের ক্ষমতা দখলের আগেই এর সব চিহ্নও শেষ।
আর ১৯৯১ সালের পরে আমি বুয়েটের পড়াশুনা শেষ করা আর পেশায় গভীর মনোযোগী হয়ে থাকি ২০০০ সাল পর্যন্ত; সক্রিয় রাজনীতির কারও সাথে যোগাযোগ রাখি নাই।
পরে চলতি (২০০০+) শতকের শুরু থেকেই আমার সুযোগ হয় আফ্রিকার নানান দেশে জাতিসংঘ বা মিশনের সাথে যুক্ত হবার। সেখানে আমার জীবনের সব চেয়ে ঘনিষ্টভাবে মিশবার সুযোগ এসেছিল বাংলাদেশ (তিন সেনা) বাহিনীর সাথেই। সে এক বিরল অভিজ্ঞতা! আমার তখনকার বাসাটা ছিল আমবাগানে ঘেরা এক বিরাট বাসা। যেখানে প্রতিটা শনি-রবিবার হয়ে উঠত -অফিসার সৈনিক সহই- এক মিলন মেলা। এক বাংলাদেশি পিকনিক আড্ডা, দেশেই আছি মনে করে…। এক সময় গুনে দেখেছিলাম ২৬ জন মেজর র্যাঙ্কের অফিসার আমার খুবই ঘনিষ্ট এবং শ্রোতা – এছাড়া বাকি উপরের দের কথা বলা যাবে না। বুঝতেই পারেন……।
পরে ২০১২ সালের শেষে আমি একেবারে দেশে ফিরি। কিন্তু ২০১৩ সালে হাসিনা হয়ে উঠেছিলেন যাকে বলে রাক্ষসী ফলে ঢাকায় এসে সেনাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, যোগাযোগ রাখার বাস্তবতা ছিল না। যদিও এদের মধ্যে একজন শে্ষে হয়েছিলেন প্রধানমন্ত্রী হাসিনার সুরক্ষা বাহিনীর প্রধান। সব মিলিয়ে ব্যবহারিক কারণেই সেই থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম।
যাই হোক, যারা আমি এককালে জাসদ করেছি বলে থেমে যায় এরপর আকার ইঙ্গিতে নানান কিছু অনুমান বা বানায়ে বলে তাদের আসলে এমন করার দরকার নাই।
এসব মনগড়া অনুমান বা গল্প বানায়ে বলে এই যুক্তিতে আমি খারাপ তা বলার দরকার কী? শুধু বললেই হবে যে আমি খারাপ, তাতেই আমি বুঝব। কোন অসুবিধা হবে না।
Faruk Sobhan স্যার আপনাকে দেয়া অপবাদ গুলোর পরিষ্কার করার জন্য আপনাকে নিয়ে একটা টকশো করতে চাই। সময় হবে কি?
দাদা ঐদের কথায় কান দেবেন না, শুধু আপনি আপনার চিন্তা ভাবনা গুলো প্রকাশ করতে থাকুন, আমরা আপনার লেখা পড়ে সচেতন হতে পারব
Author

Faruk Sobhan

১। সকাল থেকে আমার এই একাউন্ট দখল চেষ্টা ছুটাইতে এমনিতেই পেরেসান আছি; খামোখা সময় ব্যয় হচ্ছে। এর মধ্যে একটু ফুরসত হতেই দেখি আমাকে ম্যাসেজ করেছে মানে আমাকে খোঁচা দিয়ে লিখেছে, –
“আপনার প্রিয় নেতা আসাদ ৫৪ বছর শাসন করলো। রাশিয়া চীনের এই সাম্রাজ্যের পতন হলো” !!!
এখন আপনারাই বলেন, এটা কী হইলো?
যে গৌতম দাস গত কয়েক বছর ধরে কমিউনিস্ট -প্রগতিবাদি (আসলে যারা হিন্দুত্ববাদী – জেনে না জেনে) তাদেরকে উঠতে বসতে তুলা ধুনা করছি। ভদ্রভাবেই তাদের এমনকি খোদ কার্ল মার্কসের চিন্তায় কী নাই; কী না থাকা থেকে বা কী থাকা থেকে কমিউনিস্টদের ভুলগুলো সেটাই বর্ণনা করে আসছি; বিশেষ করে ২০১৭ সালের সেকেনড় হাফ থেকে আমি কাছাখোলা কমিউনিস্ট-ক্রিটিক; কোন লুকাছাপা ছাড়াই তাদের ভুলগুলা তুলে ধরি। আর
প্রগতিবাদি (কমিউনিস্টদের লিবারেল ভার্সান) দেরকে তো একেবারেই সহ্য করি না। উঠতে বসতে এরাই আসল হিন্দুত্ববাদী একেবারে খাস সেকথাই বারবার বলি আসছি।
অথচ আজ সকালে আসাদের পতন আসন্ন দেখে আমাকে এখন চীন রাশিয়ার দালাল বলে খোঁচা দিচ্ছে।
এর মানে হয় না!!!

31

<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ /><img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ /><img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />
Khalid Bin Jamal replied
 
1 Reply
  • Like

     

  • Reply
  • Hide

Alp Arslan Jr.

পছন্দের কলামিস্ট
  • Like

     

  • Reply
  • Hide

Aalisha Ashreen

Faruk Sobhan আপনি এন্টি র্যাডিক্যাল পলিটিক্স
  • Like

     

  • Reply
  • Hide

Mehedi Hasan Murad

নাহ
  • Like

     

  • Reply
  • Hide

Muslehuddin Shahed

দাদা, এগুলো স্প্যাম। এগুলোর জবাব দেবেন না। এর মধ্য দিয়ে আপনার একাউন্ট আবার হ্যাকড হতে পারে।
  • Like

     

  • Reply
  • Hide
<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />

Faisal Ahmed

স্যার…. আপনি তো নিজের বিবেকের কাছে পরিস্কার। যারা ক্ষমতাসীনদের পা চাটতে চাটতে এখন আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগছে তারা এখন আপনাকে পরাভুত করতে না পেরে আপনাকে কোন না কোন আইডেন্টিটি বা আইডিওলজি ট্যাগ দেতেছে। আপনি তাদের কথায় এত গুরুত্ব দিয়েন না। দূরে বসে মুচকি হাসেন। যদি পারেন তাহলে বাপ মা ছাড়া এইসব এতিম আমলা, কামলাদের পথ দেখানোর জন্য ওয়াজ নসিহত এর আয়োজন করতে পারেন!!!
  • Like

     

  • Reply
  • Hide
<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />

Rahat Mahfuj

সিরিয়া নিয়ে লিখবেন না?
  • Like

     

  • Reply
  • Hide
Author

Faruk Sobhan

Rahat Mahfuj দেখি একটু সময় বের করতে হবে আগে!
  • Like

     

কমিউনিজম নিয়ে আপনার পর্যালোচনা বিস্তারিত জানতে চাই। কোন আর্টিকেল বা বইয়ের রেফারেন্স দিলে ভালো হয়।
Author

Faruk Sobhan

Azharul Haque আমার নিজের ওয়েব সাইট https://goutamdas.com/
এখানে গত ২০১৪ সাল থেকে আমার সব লেখা আছে। খুঁজে খুঁজে পড়ে দেখতে পারেন।
GOUTAM DAS
GOUTAMDAS.COM
GOUTAM DAS

GOUTAM DAS

  • Like

     

  • Reply
  • Remove Preview

3

<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ /><img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />
  •  

  •  

Manisha Akter Sruti

আপনি নিজেই বলতে পারবেন। আপনি কী বিলং করেন।
  • Like

     

  • Reply
  • Hide

Asaduzzaman Tareq

Faruk Sobhan স্যার সিরিয়া নিয়ে জানতে চাই
  • Like

     

  • Reply
  • Hide
Author

Faruk Sobhan

Asaduzzaman Tareq সময় লাগবে, সম্ভবত পরশুর আগে না, চেষ্টা করব কাল দিন শেষে।
কিন্তু এর আগে এই যে বাংলাদেশে মেজরিটি দেখছি মনে হচ্ছে খুশি কেন? কেন তারা বাসারের পক্ষে অথবা যারা এর বিপক্ষে সেটাই বা কেন? সেটা কেউ জানতে চায় না বলেই আমার মনে হয়।
তবে দুপক্ষের কাছেই একটা করে ‘ইসলামিজম’ আছে ফলে এটা যার যার ইসলামিজমের বিজয় হিসাবে দেখছে দু-পক্ষই। এটাও বুঝতে পারছি! তাহলে কোনটা সহি ইসলামিজম? আবার দুটাই কেমন গ্লোবাল ইসলামিজম বলে কল্পনা?
যদি দেখা যায় আসাদের পতন (হয়ে গেছে বা ঘটাতে যাচ্ছে) টা আমেরিকা ঘটিয়েছে ইসরায়েলকে দিয়ে তবে সেক্ষেত্রে সেটাই বা কেমন ইসলামিজম হবে?
তাহলে আপনারা সকলের সব পক্ষই সবার আগে নিজ নিজ কল্পনা আকাঙ্খা টাকেই আগে প্রশ্ন করেন – যে কী এটা? এ কেমন কল্পনা? সেখানে ভিত্তিটা কী?
  • Like

     

  • Reply

5

<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />

Asaduzzaman Tareq

Faruk Sobhan বেশির ভাগ মানুষ মধ্য প্রাচ্য সম্পর্কে জানে না। অনেকের কাছে মধ্যপ্রাচ্য মানে পবিত্র। আর যারা সুচীল তারা কেমন জ্ঞান রাখে আপনি তো জানেন ই। মিডিয়ার কিছু তথ্যের উপর তাদের অভিব্যক্তি প্রকাশ করে। বুদ্ধিজীবিরা আবার শিয়া সুন্নি দ্বন্দ্ব হিসাবে চালায় দে যেটা পশ্চিমা বয়ান।
  • Like

     

  • Reply
  • Hide
  •  

  •  

  •  

  •  

মোহাম্মদ আবদুল আওয়াল অপি

এটি কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো?
  • Like

     

  • Reply
  • Hide
Author

Faruk Sobhan

মোহাম্মদ আবদুল আওয়াল অপি সব জবাব নিজে আমার স্বেচ্ছায় লেখা প্রশ্ন ও উত্তরে দেয়া আছে। প্লিজ পড়েন পুরাটাই সময় করে
  • Like

     

  • Reply
  •  

  •  

Mohammad Mijanur Rahman

আপনি আমাদের গৌতম দা।
  • Like

     

  • Reply
  • Hide

Ajaj Jewel

কমিউনিস্টদের জন্য আতঙ্ক । আমি 2017/18 থেকে আপনার লেখা পড়ছি।
  • Like

     

  • Reply
  • Hide

Arif Reza Mahmud

বেহুদা তর্ক করসে আপনারে নিয়া। আমি আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ আপনারে দেখেই আগ্রহ পেয়েছি। আপনি গ্লোবাল অর্ডার নিয়ে ক্রিটিক করসেন বাংলা ভাষায় বিপুল। এতে আমরিকা পন্থী বা চীন পন্থী হবার প্রশ্ন নাই। আর্গুমেন্ট আছে। চীনের দুর্বলতার প্রশ্নও আমি আপনাকেই আলোচনা করতে দেখেছি। লেজওয়ালারাই অন্যের লেজ খোঁজে। আর কাম কাজ নাই।
আপনার রিপাবলিক নিয়ে প্রবন্ধটাই আপনার বেসিক স্টান্ড। এটা পড়ার পর কমি-অকমি এই তর্ক থাকে না।
  • Like

     

  • Reply
  • Hide

Mustafa Khaliid

nope, but You are Jamat paid. It will take time to understand your double face.
  • Like

     

  • Reply
  • Hide
  • Edited
  • Like

     

  • Reply
  • Hide
  • Like

     

  • Reply
  • Hide
Author

Faruk Sobhan

উপরে বলেছি, ২০১৭ সালের আগষ্টের পরে আমি কাছাখোলা কমিউনিস্ট-ক্রিটিক আর প্রগতিবাদ=হিন্দুত্ববাদ এই বয়ান এনেছি।
এটা আমার জীবনে এক গুরুত্বপুর্ণ পালাবদলের সময়।
পুরানা সাথী বন্ধু ঝেড়ে ফেলার আর তাদের দায় আর না বইবার বা দায় থেকে মুক্ত হবার সময়কাল ছিল সেটা!
কারণ, এর আগে অনেক কমিউনিস্ট সঙ্গী সাথী ছিল তাদের মুখ চেয়ে খোলাখুলি -কমিউনিস্ট ক্রিটিক – হতে পারি নাই। এই অর্থে সমালোচক হওয়ার শুরু সেটা, যা এর আগে চাইলেও হতে পারছিলাম না।
তখন এই সক্ষমতা হাতে আসার পিছনের একেবারে মুল কারণ, ঐ সময়ের (২০১৭ আগষ্ট) পরে আমাদের পুরানা সার্কেল একেবারেই ভেঙ্গে যায় – এতে অন্তত একটা ও সবচেয়ে বড় সুবিধা আমি দায়মুক্ত হয়ে যাই। পুরানা সঙ্গী সাথী দের চিন্তার সাথে মিলিয়ে চলার দায়। কেউ যখন বলে আমার সাথে তাঁর চিন্তার পার্থক্য আছে বা হয়ে গেছে – এটারই পজিটিভ দিকটা হল আমি তখন থেকে দায়মুক্ত হয়ে গেছিলাম।
যদিও কমিউনিস্টদের উপর আমার অনাস্থা শুরু হয় বা তা দানা বাধে সেই ১৮৮৫ সালে, যখন আমি সেকালের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, দশ দফা তৈরির কালপর্ব সেটা। তবু অনাস্থা তৈরি হলেও, আমাকে এর পুরান দায় এর অনেক কিছুই আরো অনেক দিন কাঁধে নিয়ে ঘুরতে হয়েছে। যেটার বড় সুযোগটা পাই ২০১৭ সালের আগষ্টে এসে।
এর মাঝে প্রথম এর বেশ খানিকটা প্রকাশ করতে সুযোগ নিয়েছিলাম বা পেয়েছিলাম আমার ২০০৯ সালে জর্মান ভাবাদর্শ বইয়ের অনুবাদ বইয়ে। ওতে শুরুতে দেয়া আমার লেখা – এক লম্বা ভুমিকায় তা পাবেন।
  • Like

     

  • Reply
  • Edited

13

<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ /><img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />
Author

Faruk Sobhan

মার্কসের “শ্রেণী ধারণা” সমাজতত্বের এক ক্যাটাগরি হিসাবে আপনি ব্যবহার করতেই পারেন। কিন্তু “শ্রেণীর রাষ্ট্র” কায়েম?
এবার আপনাকে সাবধান সতর্ক হতে বলব!
এটাই কার্ল মার্কসের চিন্তায় সবচেয়ে ক্ষতিকারক চিন্তা-অবস্থান!
এই ছোট পরিসরে কেবল এতটুকুই বলব – হাসিনার ১৬ বছরের রাষ্ট্রটাই হল “শ্রেণীর রাষ্ট্র” এর সবচেয়ে কদর্য উদাহরণ! যদিও হাসিনার কাছে এটা ছিল – শ্রেণীরই রাষ্ট্রই তবে “মুক্তিযোদ্ধা শ্রেণীর রাষ্ট্র”! আর এই মুক্তিযোদ্ধা শ্রেণী কারা? যারা ১৯৭১ সালের যুদ্ধের কথিত “বিজয়ী শ্রেণী”।
তাই এখান থেকেই – চেতনা, মুক্তিযোদ্ধা, কোটা, মুক্তিযোদ্ধা শ্রেণীর নাতি নাতনি, কোটা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, শাহবাগ ইত্যাদি সকল বয়ান ও ধারণার উতপত্তি! হাসিনার পক্ষে এই সাফাই তৈরি করে দিয়েছিল কমিউনিস্টেরা! বিশেষ করে সিপিবির বড় নেতারা মঞ্জুরুল আহসান পর্যন্ত! আসলে তারা চিন্তায় হিন্দুত্ববাদি কিন্তু নামে আজাইরা কমিউনিস্ট!!
কার্ল মার্কস এর “শ্রেণীর রাষ্ট্র” চিন্তার সবচেয়ে কদর্য ও বাস্তবায়িত রূপ হল গত ১৬ বছরের হাসিনার “মুক্তিযোদ্ধা শ্রেণীর রাষ্ট্র” কায়েম!! যার সপক্ষে প্রধান সাফাই বয়ানদাতা সিপিবি এন্ড গং কমিউনিস্টেরা!
  • Like

     

  • Reply
  • Edited

11

<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ /><img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ /><img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />

MD Tufayel Ahmed Fahim

সবাই কি আপনাকে বুঝতে পারবে? সবাই পারে না। এদের থেকে দূরে তাকোন সার
  • Like

     

  • Reply
  • Hide
<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />

Mohammed Masrur

লিবারাল সোসালিষ্ট?
  • Like

     

  • Reply
  • Hide
Faruk Sobhan replied
 
2 Replies

এ. আলিম

মনে হয়, তবে আপনি নকশাল সাপোর্টার…
  • Like

     

  • Reply
  • Hide
  • Edited
<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />
Author

Faruk Sobhan

এ. আলিম আপনি নকশাল কী তা চিনেন-জানেন না, তাই!
তবে না জেনে বলে ‘মনের সুখ” হয় হয়ত
  • Like

     

  • Reply

2

<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />

এ. আলিম

Faruk Sobhan না ভাই বর্তমানে আপনি গনতান্ত্রিক। কিন্তু যে ভাবে বামেদের ধোলাই দ্যান তাতে মনে সাবেক নকশালরা ছাড়া এরকম স্বচ্ছ ধারণা কেউ মনে হয় রাখে না।
  • Like

     

  • Reply
  • Hide
<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />
Author

Faruk Sobhan

তার মানে আপনি নকশাল দেরকে “স্বচ্ছ ধারণার” লোক বলছেন, সেটা কী খেয়াল করেছেন?
এর পিছনে আমার সাফাই বক্তব্য কী আছে?
আমি যেখানে মার্কসের চিন্তায় খামতি (চিন্তায় তাঁর ইতিবাচক অবদান সহ) কেন হয়েছে? স্টালিনের ব্যবহারিক ভুল খামতি গুলো কী (একেবারে এখনকার চীনা কমিউনিস্ট পার্টির পর্যন্ত) এসব নিয়ে বিস্তারিত আলাপ তুলছি সেখানে আপনি………
যদি সিরিয়াস হন তবে আগে বাকি চীন-অনুসারি দলগুলোর সাথে নকশাল কোথায় আলাদা তা খুজেন জানেন বুঝার চেষ্টা করেন? আপনার ভালবাসার কেউ নকশালি থাকতেই পারে! যদিও নকশাল কোথায় আলাদা – তা হয়েও কোন ফারাক পরে নাই। কারণ খোদ মার্কসের চিন্তায় রাষ্ট্র, রিপাবলিক, জনগণ, কনষ্টিটিউশন, জনপ্রতিনিধি, নির্বাচন ইত্যাদি কোন ধারণাই নাই। এক শ্রেণী চিন্তা আছে। যা আসলে একটা গুম খুন অপহরণ এর রাষ্ট্রে পরিণতি পাবেই। বাংলাদেশের ইতিহাসে মার্কসের সেই কমিউনিস্ট চিন্তা বা শ্রেণী চিন্তার সবচেয়ে বাস্তব রূপই ছিল হাসিনার ১৬ বছরের রাষ্ট্র। আর হাসিনার সেই “মুক্তিযোদ্ধা শ্রেণীর রাষ্ট্রের” প্রতি প্রগতিশীল-কমিউনিস্টদের প্রবল মায়া আর সাফাইয়ের উতস এটাই একারণেই!
  • Like

     

  • Reply
<img role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />

এ. আলিম

Faruk Sobhan না আমি নক্সালদের স্বচ্ছ ধারনার লোক বলি নাই। আমি বলছি সাবেক কমিউনিস্টরা দীর্ঘদিন কমিউনিস্ট চর্চা করে যখন তাদের ভূল বুঝতে পারে তখন তাদের ভূল গুলো সম্বন্ধে স্বচ্ছ ধারনা থাকে। আর আপনি তো আমারও চোখ খুলে দিয়েছেন। আমিও আগে গণতান্ত্রিক রাষ্ট্রকে শ্রদ্ধার চোখে দেখতাম না। এখন আমার ভূল ভাঙছে। আমি এখন বুঝতে পারছি যে, যেখানেই জনগনের ভোটের সরকার নেই সেটাই পরিনতিতে ফ্যাসিবাদ নইতো রাজত্ব।
  • Like

     

  • Reply
  • Hide
  •  

  •  

One thought on “আমি কী কমিউনিস্ট?

  1. সত্যি দাদা, আপনার তুলনা আপনিই! ক্ষুরধার বিশ্লেষণ ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ–বাংলাদেশে অন্তত এখন পর্যন্ত আমি আপনাকেই দেখেছি। রুহুল আমিনের সাথে আপনার “সোজা বাংলা” নিয়মিত দেখি–মাঝে মাঝে প্রশ্নও করি। শ্রদ্ধা জানালাম, ভালোবাসো ও দোয়া রইলো আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন অনেক, অ-নে-ক–এ দুর্ভাগা জাতির দরকার আছে আপনার মতো আলোকদিশারীর।

    Like

Leave a comment