তাহলে কী আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে আর সাথে হাসিনার বিচার শুরুও কী হচ্ছে? আসন্ন?
গৌতম দাস
০৯ মে ২০২৫ দুপুর ১১ঃ ৫১
https://wp.me/p1sCvy-6sz

তাহলে আওয়ামী লীগ / হাসিনার বিচার ও নিষিদ্ধ কী হচ্ছে? আসন্ন?
সালহউদ্দিন আহমেদ, দ্যা বস (above Mirza fokrul) এবং দ্যা ‘র’ – পক্ষ থেকে অথরাইজার; তিনি এক বক্তব্য দিয়েছেন। খাস বক্তব্য ধরে নিচ্ছি কারণ এটা বিএনপির মিডিয়া সেল ফেসবুক পেজ থেকে ছাপানো প্রচার হয়েছে (লিঙ্ক এখানে) আধা ঘন্টা আগে।
ইদানিং আমি সালহউদ্দিন আহমেদকে দেখে মানে ফেস রিডিংয়ে নিশ্চিত হচ্ছি, মনে ভিন্ন মতলব থাকলে সেটা ফেস বা মুখে প্রতিফলিত হবেই! বেচারা!!
কিন্তু এত তাড়াতাড়ি বিএনপি ভচকায়ে যাবে???? তাহলে কীসের ভরসায় জনগণ বিচার করবে বলে অবস্থান নিয়েছিল? জাস্ট র-এর হুকুম, নির্দেশ? বেচারা তারেক জিয়া ও তার বিএনপি! গতকাল দেখলাম প্রণয় ভার্মা তাকে রবীন্দ্রনাথ গিলিয়েছে একটা বিবৃতি আদায় করে নিয়েছে! যা বিএনপি তাঁর বাবা জিয়াউর রহমানের আমন থেকে কখনই এমন রবীন্দ বয়ান দেয় নাই! দেওয়ার কথাও না! কালকেও প্রণয় ভার্মা রবীন্দ্রনাথের মুখোশ পরে বাংলাদেশের উপর ইন্ডিয়ান আধিপত্য কায়েমের বক্তৃতা দিয়েছে!

তাহলে কী দাঁড়ালো? মির্জা আলমগীর সাব?
আপনার জনগণ বিচার করবে – এই মহান বক্তব্য এখন কোথায়? সবই র-এর খেলা, অনুমোদন! আর আপনারা র-এর হাতের পুতুল!!!!
এই বুড়া বয়সেও আপনার আক্কেল হল না। আত্মসম্মান? সবই ক্ষমতা আর অর্থের লোভ! এভাবে নিজে অপমানিত হলেন তাতে কী? তাই না? ক্ষমতা তো পাবেনই; তাই ভাবছেন তো? সেটাও পাবেন না। বাংলাদেশের মানুষের চোখে আপনারা নিকৃষ্ট ইন্ডিয়ার দালাল! সেটা কী টের পাচ্ছেন?
গতরাত থেকেই মুখ্য প্রায় সব ছাত্র সংগঠন ও তাদের সংশ্লিষ্ট রাজনৈতিক দল ইউনুসের যমুনা বাসা / অফিস এর সামনে অবস্থান নিয়েছে; অন্য অনেক রাজনৈতিক দলও সেখানে উপস্থিত ছিল। আজ সকালে জামায়াতও অন্তত বিএনপি মানে র-এর সাথে পুরানা অবস্থানে থাকে নাই; তারা মিছিল পাঠিয়েছে, মানে সংহতি জানিয়েছে ধরে নিতে পারি।
কথিত বামপন্থি?
আসলে যারা বামপন্থার নামে মূলত হিন্দুত্ববাদী ও মোদির ফলোয়ার তারা এখন কী করবে? সিপিবি-বাসদ ঘরানা? আপনাদেরকেও কী র-অনুমোদন দিবে? আনতে পারবেন? না নিজেই নখড়া করবেন?
একটা সময় আসে যখন ভয়ে সব দালালি / চাটুকারিতা হিন্দুত্ববাদী ভন্ডামি সব কিছুর লেবাস খুলে যায়! সব ন্যাংটা দেখা যায়? সবই খোলা মাঠ!
সকাল থেকে দেখি প্রথম আলোর সুরও বদলে গিয়েছে!
তাহলে কী সাবেক প্রেসিডেন্ট হামিদ জিন্দাবাদ? তিনি ন্যাংটা হয়ে আমাদের চোখ খুলে দিলেন? ঘটনা লারায় দিলেন? কিন্তু আমরা তো দেখছি র-এর দালাল গুলাই ন্যাংটা হয়ে ডিগবাজি দিচ্ছে! সত্যি দেখার মত এ-এক র-অনুমোদিত খেলাধুলা!!!!!
আবার পল্টিঃ
তিন ঘন্টা যেতে না যেতেই আবার পল্টি!
তিন ঘন্টা আগে প্রচার করলোঃ
আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার ও মানবট্কাতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক!
আর এখন বলতেছেঃ
আমরা বিএনপি হিসেবে তো, এই সিদ্ধান্ত নেয়ার মালিক নই।
যার সোজা মানে হল,
আমরা বিএনপি মোদি বাবার র-এর কাছে তাদের কোলের এক নম্বর পার্টি হয়ে থাকতে চাই।

লেখকঃ
গৌতম দাস
রাজনৈতিক বিশ্লেষক
goutamdas1958@hotmail.com
আপডেটঃ , দুপুর ১২ঃ ১৫ ৯ মে ২০২৫
শেষ আপডেটঃ , বিকাল ০৪ঃ ৪৯ ৯ মে ২০২৫

