ইন্ডিয়ান হেজিমনি উচ্ছেদ হবেই! কোন এনজিও রাজনীতি করতে পারে না!!


ইন্ডিয়ান হেজিমনি উচ্ছেদ হবেই! কোন এনজিও রাজনীতি করতে পারে না!!
গৌতম দাস
১০ ফেব্রুয়ারি ২০২৫
https://wp.me/p1sCvy-6ip

 

লীগ-সহ বিএনপি, জামায়াত যারা বিভিন্ন মাত্রায় র-প্রভাবিত হয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে – এই তো ক্ষমতায় চলেই যাচ্ছে ভেবে – লাগতে গেছিল এরা সব শেষ!!

৩২ নম্বর ভাঙ্গা দিয়ে শুরু হয়ে এরা সকলে এখন “ডেভিল হান্টে” পলায়নপর দৌড়াচ্ছে, যদি জান বাঁচে!
এরপরেও এখন আমেরিকান-এনজিও-ফান্ডের [NDI-IRI] নামে, ছলে লুকানো র-প্রভাবিত কিছু লোকাল এনজিও ততপরতা চালু আছে। এরা ভালুকের পোষাক পড়া কিন্তু ক্ষুদ্রপ্রাণী (নরকের কীট) যারা ইউনুস সাবের বগলে আশেপাশেও চলে গেছে, আছে চেহারা লুকিয়ে! এরা হুন্ডিতে অর্থ নিয়ে এসে ইন্ডিয়ান স্বার্থের রাজনৈতিক শ্লোগান দিচ্ছে! এবার এদের উচ্ছেদ হতেই হবে!!!! ইন্ডিয়ান হেজিমনি উচ্ছেদ হবেই!!!!

মনে রাখতে হবে এরাই বারবার দেশে ভুয়া নির্বাচনের আগে হাসিনাই আবার বিজয়ী হবে বলে মিথ্যা গবেষণা রিপোর্ট দিয়ে গেছিল – এমনই টাউট বাটপার এরা!

একটা ক্লু দিয়ে রাখি। যারা – “বন্দোবস্ত” – শব্দটা ব্যবহার করে এদের থেকে দূরে থাকেন! এরাও ক্যারিয়ার!

জেনে না জেনে এই শব্দ ব্যবহার করবেন না, প্লিজ!!

এখানে বিবৃতিদাতাদের মধ্যে আছে অনেকে – তবে এর বাইরেও আছে।

লেখকঃ
গৌতম দাস
রাজনৈতিক বিশ্লেষক
goutamdas1958@hotmail.com

আপডেটঃ  ০৫ঃ ৩৫, ১০ ফেব্রুয়ারি  ২০২৫

সর্বশেষ আপডেটঃ  ফেব্রুয়ারি  ২০২৫

Leave a comment